
২০২২ কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল। এদিকে বাছাইপর্বের ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল ব্রাজিল।
ইনজুরির কারণে বাছাইপর্বের দুই ম্যাচে খেলতে পারবেন না দলটির তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চোট পেয়েছিলেন সিলভা। ইনজুরির কারণে প্রথমার্ধের আগেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
এবার এই চোটের কারণে জাতীয় দলের জার্সিতে বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না সিলভা। তার পরিবর্তে ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছেন রোদ্রিগো কায়ো। তবে কোপা আমেরিকার আগেই সিলভা সুস্থ হয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে।
আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৯ জুন ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। দুটো ম্যাচই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।