
আগামী ১৩ জুন থেকে পর্দা উঠছে লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। এবারের আসর যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার।
কিন্তু গত ২০ মে আয়োজক দেশ হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কলম্বিয়া। এবার আয়োজক দেশ হিসেবে থাকছে না আর্জেন্টিনা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
করোনাভাইরাস পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থার কারণে কোপা আমেরিকা আয়োজন থেকে সরে দাঁড়ায় কলম্বিয়া। এবার আয়োজক দেশ থেকে বাদ দেওয়া হল আর্জেন্টিনাকে।
টুর্নামেন্ট শুরুর আর দুই সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে এই সিদ্ধান্ত আসলো। কোপা আমেরিকা আয়োজনের সুযোগ হারাল আর্জেন্টিনা।