
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে মোহামেডান। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের পর ঝলক দেখিয়েছেন পারভেজ হোসেনের ইমন।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করে শাইনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন তানজীদ হাসান তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে রবিউলের ব্যাট থেকে। এছাড়াও ২৩ রানে অপরাজিয় ছিলেন সুমন খান।
মোহামেডানের হয়ে ইয়াসিন আরাফাত ২৪ রান দিয়ে ২ উইকেট, সাকিব আল হাসান ২৯ রান দিয়ে ২ উইকেট ও আবু জায়েদ রাহী ১৬ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।
১২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মোহামেডান। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৬ রান। প্রথম চার বলে ৩ রান দিয়ে ম্যাচ শাইনপুকুরের দিকে নিয়ে যান বোলার মৃত্যুঞ্জয়। তবে পঞ্চম বলে ছয় মেরে ম্যাচ জিতে যায় মোহামেডান।
মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ইমন। চারটি চার ও ১ ছয়ে এই ইনিংস খেলেন ইমন। অন্যদিকে ২২ বলে ২ চার ও ১ ছয়ে ২৯ রান করেন সাকিব। এছাড়াও শামসুর ২৪ রান করেন। শাইনপুকুরের হয়ে সুমন ২টি, রবিউল ও ইফতেখার ১টি করে উইকেট শিকার করেন।