
এবারের কোপা আমেরিকা আসর আয়োজক হিসেবে যৌথভাবে ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু গত ২০ মে আয়োজক দেশ থেকে নিজেদের নাম সরিয়ে নেয় কলম্বিয়া।
মূলত দেশটির রাজনৈতিক পরিস্থিতি ও করোনাভাইরাস পরিস্থিতির কারণে কলম্বিয়ায় কোপা আমেরিকা আয়োজন সম্ভব ছিলনা। সোমবার কোপা আমেরিকার আয়োজক দেশ থেকে বাদ পড়ে আর্জেন্টিনাও।
দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এবার তারা জানিয়েছে, এবারের কোপা আমেরিকা ব্রাজিলে অনুষ্ঠিত হবে। গত আসরও ব্রাজিলেই অনুষ্ঠিত হয়েছিল।
এবারের আসর শুরু ও শেষের তারিখ আগেই জানা গিয়েছিল। তবে ম্যাচের সূচি ও ভেন্যু জানিয়ে দিবে কনমেবল। আর্জেন্টিনা ও কলম্বিয়ায় আগামী ১৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট।
কোপা আমেরিকা শুরু হওয়ার দুই সপ্তাহ আগে এর আয়োজক দেশে পরিবর্তন এসেছে। দুই আয়োজক দেশই বাদ হয়ে গেলো। এবার নতুন আয়োজক দেশ হলো ব্রাজিল।