
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর দিনেই আঘাত হানে বৃষ্টি। এ কারণে দুটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিকে ভারীবৃষ্টির কারণে দ্বিতীয় দিনের সকল ম্যাচ স্থগিত করা হয়েছে।
বৈরি আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে দুইদিনের জন্য ডিপিএল স্থগিত করা হবে। এ ব্যাপার শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএম।
সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, দুই দিনের জন্য প্রিমিয়ার লিগ স্থগিত করা হয়েছে। আগামী ৩ জুন থেকে দ্বিতীয় রাউন্ডের সূচি অনুযায়ী ম্যাচ মাঠে গড়াবে।
আজ সকাল ৯টায় বিকেএসপির ৩ নং মাঠে ব্রাদার্স ইউনিয়ন বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ, ৪ নং মাঠে ওল্ড ডিওএইচএস বনাম আবাহনী ও মিরপুরে মুখোমুখি হওয়ার কথা ছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের।
অন্যদিকে দুপুর দেড়টায় বিকেএসপির ৩ নং মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, ৫ নং মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।