
টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৬ দলের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দল নিয়ে।
মঙ্গলবার (১ জুন) মাসিক সভা শেষে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়ানোর কথা বললেও ভারত ও অস্ট্রেলিয়া বিশ্বকাপে দল বাড়ছে না। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দল বাড়বে। ২০ দল নিয়ে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।
চার গ্রুপে ভাগ হয়ে লড়বে এই ২০ দল। গ্রুপপর্বে পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। সব গ্রুপের সেরা দুই দল সুপার এইট পর্বে জায়গা করে নিবে। সেখান থেকে চার দল জায়গা করে নিবে সেমিফাইনাল। সেমিফাইনাল থেকে ফাইনালে লড়বে সেরা দুইদল।