
আগামী ৩০ জুন লিওনেল মেসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে বার্সেলোনার। এরপর যেকোনো ক্লাবেই দেখা যেতে পারে মেসিকে। তবে মেসিকে রেখে দিতে সব ধরণের চেষ্টায় করে যাচ্ছে বার্সা।
আগামী মৌসুমে মেসিকে কি অন্য ক্লাবে দেখা যাবে নাকি বার্সায় থাকবেন? এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন ভক্ত-সমর্থকরা। এবার তাদের আশাবাদী কথা শোনালেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।
হুয়ান লাপোর্তা জানিয়েছেন, মেসির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা সফলভাবে এগিয়ে চলছে। এই আলোচনায় অডিট রিপোর্টের কোনো প্রভাব পড়বে না।
তিনি আরও জানিয়েছেন, মেসির নতুন চুক্তির ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত আসবে। এছাড়াও বার্সা বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে কিনতে যাচ্ছে। আগামী মৌসুমের জন্য শক্তিশালী দল গঠক করতে যাচ্ছে বার্সা।