
চলতি মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে বার্সেলোনার। এখন পর্যন্ত বার্সার সঙ্গে নতুন চুক্তি করেননি মেসি। এ কারণে মেসির বার্সায় থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
তবে মেসির সঙ্গে সব ধরণের আলোচনা শেষ করেছে বার্সা। বার্সাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। এখন কেবল স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি।
বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা এর আগে জানিয়েছিলেন, মেসির সঙ্গে সফল আলোচনা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এবার স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে মেসির সঙ্গে বার্সার সব আলোচনা চূড়ান্ত। এখন স্বাক্ষরটাই বাকি।
মার্কা লিখেছে, মেসি-বার্সার সঙ্গে দারুণ একটি চুক্তি হয়ে গেছে। এখন খুব দ্রুতই মেসি ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন। আগামী দুই বছরের জন্য নতুন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।