
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজের প্রথম ম্যাচে ৩৮ রান করেছিলেন মোহাম্মদ আশরাফুল। নুরুল হাসান সোহানের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেছিলেন তিনি।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিনও হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন আশরাফুল। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪১ রান করেন আশরাফুল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দুই ওপেনার আশরাফুল ও সৈকত আলী। তাদের ব্যাটে পাওয়ার প্লেতে আসে ৫০ রান। শেষ পর্যন্ত ৪১ রান করে বিদায় নেন আশরাফুল। ৩৫ বলে ৪ ছয়ে এই ইনিংস খেলেন তিনি।