
ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে দলগুলো। প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড।
ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ফ্রান্স। প্রায় ৪ বছর পর ফ্রান্সের জার্সিতে মাঠে নেমেছিলেন করিম বেনজেমা। তবে গোলের দেখা পাননি তিনি। একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে, অ্যান্তনিও গ্রিজম্যান ও ওসমানে দেম্বেলে।
অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের জন্য বেগ পেতে হয়েছে ইংল্যান্ডকে। বুকায়ো সাকার গোলে জয় মিললেও মাঠের খেলায় এগিয়ে ছিল অস্ট্রিয়া। অন্যদিকে জয় পায়নি জার্মানি ও নেদারল্যান্ডস।
দীর্ঘদিন পর জার্মানির জার্সিতে মাঠে নামলেও দলকে জেতাতে পারেননি থমাস মুলার। ফ্লোরিয়ান নিউহাসের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ডেনমার্কের ইউসুফ পুলসেন গোল করে সমতায় ফেরান দলকে। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।
স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতে এগিয়ে যায় নেদারল্যান্ডস। মেম্ফিস ডিপায়ের গোলে লিড নেয় তারা। কিন্তু পরে জ্যাক হেনরি ও কেভিন নিসবেতের গোলে পিছিয়ে যায় তারা। শেষদিকে ডিপায়ের দ্বিতীয় গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।