
ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করেন ব্রাদার্স ইউনিয়নের আলাউদ্দিন বাবু। পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন তিনি।
বাবুর আগে আরও ৬ বাংলাদেশি বোলার টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন। আল আমিন হোসেন টি-টোয়েন্টিতে দুইবার হ্যাটট্রিক পেয়েছেন। ২০১৩ সালের ডিপিএলে আবাহনীর বিপক্ষে ও ২০১৫ সালের বিপিএলে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে।
২০১৯ সালের বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আলিস আল ইসলাম। একই বছরের ডিপিএলে বিকেএসপির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মানিক খান।
২০২০ সালের বিপিএলে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে হ্যাটট্রিক করেন কামরুল ইসলাম রাব্বি। এবার পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের তালিকায় নাম লেখালেন আলাউদ্দিন বাবু।