
কোপা আমেরিকার এবারের আসর নিয়ে শঙ্কা যেন কাটছেই না। এবারের আসর আয়োজনের কথা ছিল যৌথভাবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। কিন্তু গত ২০ মে নিজেদের আয়োজক দেশ থেকে সরিয়ে নেয় কলম্বিয়া।
এরপর করোনাভাইরাস পরিস্থিতির কারণে আয়োজক দেশ থেকে বাদ পড়ে আর্জেন্টিনা। কোপা আমেরিকার নতুন আয়োজক দেশ হয় ব্রাজিল। কিন্তু ব্রাজিলেও করোনা পরিস্থিতি ভয়াবহ।
এমন পরিস্থিতিতে কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্ত নেয় ব্রাজিল সরকার। কিন্তু জাতীয় দলের হয়ে এবারের আসরে খেলতে আগ্রহী নয় দেশটির খেলোয়াড়রা। ব্রাজিলের গণমাধ্যম এমনই সংবাদ প্রকাশ করেছে।
ব্রাজিলিয়ান রেডিও গাউচোর সংবাদ অনুযায়ী, এবারের কোপা আমেরিকায় খেলতে চান না ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। খেলোয়াড়রা যে খেলতে চান না তার সত্যতা প্রকাশ পেয়েছে কোচ তিতের একটি সংবাদ সম্মেলনে।
তিনি বলেন, খেলোয়াড়দের মতামত থাকতেই পারে। তারা এ ব্যাপারটি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলাপ-আলোচনা করেছে। এরপর তারা তা জনগণের কাছেও প্রকাশ করবে।
উল্লেখ্য, আগামী ১৪ জুন ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশনে নামবে ব্রাজিল।