
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পঞ্চম ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এর ফলে বিশ্বকাপ বাছাইপর্বে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে তারা।
এই ম্যাচে দারুণ পারফর্ম করেছেন দলটির তারকা ফুটবলার নেইমার। একটি গোল তিনি করিয়েছেন এবং অন্যটি করেন। রিচার্লিশনের গোলে সহায়তা করেন নেইমার।
আর নিজে পেনাল্টি থেকে গোল করেন। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৪ মিনিটে) পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন নেইমার। আর গোল করে নেইমারের নাচের সেলিব্রেশন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।