
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতে। করোনার সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় মাঝপথেই স্থগিত হয় এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এদিকে বিশ্বকাপ আয়োজন সম্ভব কিনা এ সিদ্ধান্ত জানাতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।
তবে ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত। এরই মধ্যে আইসিসিকে অভ্যন্তরীণভাবে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ভারত।
আইসিসিও ভারতের সিদ্ধান্ত অনুযায়ী ভেতরে ভেতরে বিশ্বকাপ আয়োজন পরিকল্পনা সাজাচ্ছে। সম্ভ্যাব্য ভেন্যু হিসেবে আবুধাবি, দুবাই ও শারজাহকে বেছে নেওয়া হয়েছে। এছাড়াও এ তালিকায় আছে ওমান।
জানা গেছে, বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচগুলো ওমানে অনুষ্ঠিত হবে এবং মূল পর্বের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের তিনটি মাঠে অনুষ্ঠিত হবে।