আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এবারের আসরে ৫টি দারুণ রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।
এবারের আসরে আর মাত্র ২৬৯ রান করতে পারলেই ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি।
এবারের আসরে আর মাত্র ৮টি ম্যাচ খেললেই আইপিএলে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়বেন কোহলি। আইপিএলে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে কোহলির প্রয়োজন ১২২ রান।
আর মাত্র ৬টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলতে পারলেই ৫০টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার রেকর্ড গড়বেন কোহলি। ৪টি ৫০ রানের ইনিংস খেলতে পারলে ব্যাঙ্গালুরুর জার্সিতে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৫০ বার পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার কীর্তি গড়বেন তিনি।