
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতি মাসের সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করছে। আইসিসির মে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়নে পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
মুশফিক ছাড়াও এ তালিকায় আছেন আরও দুইজন। তারা হলেন- পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রভীন জয়াবিক্রমা। এই তিনজনের মধ্যে একজন মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হবেন।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের হয়ে একাই লড়েছেন মুশফিক। প্রথম ম্যাচে ৮৪, দ্বিতীয় ম্যাচে ১২৫ ও শেষ ম্যাচে ৩৮ রান করেছিলেন মুশফিক। সিরিজটি ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। সিরিজ সেরার পুরস্কার উঠে মুশফিকের হাতে।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন হাসান আলী। দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি ১৪টি উইকেট শিকার করেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে লঙ্কানদের জয় এনে দেন জয়াবিক্রমা। তিনিও আছেন সেরা হওয়ার দৌড়ে।