
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে ছন্দে নেই সাকিব আল হাসান। বল হাতে দলকে ভালো সার্ভিস দিলেও ব্যাট হাতে পারছেন না তিনি। আর তাই ফর্মে ফিরতে মরিয়া সাকিব।
তাইতো লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচ শুরুর আগে একাই অনুশীলনে নেমে পড়েন সাকিব। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে প্রায় আধা ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন সাকিব।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে রূপগঞ্জের মুখোমুখি হবে মোহামেডান। ম্যাচটি দুপুর দেড়টায় মাঠে গড়াবে। এর আগে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। তিনি যে ফর্মে ফিরতে মরিয়া তা বুঝায় যাচ্ছে।