
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজকের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হেরেছে প্রাইম দোলেশ্বর। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৩১ রান। শেষ ওভারে তারা ২৭ রান নিতে সক্ষম হয়েছে। এতে ৩ রানে হেরেছে তারা।
শেষ ওভারে বোলিংয়ে আসেন রুবেল হোসেন। দোলেশ্বরের হয়ে ক্রিজে ছিলেন কামরুল ইসলাম রাব্বী ও এনামুল হক জুনিয়র। প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় বলে ডাবল নেন তিনি।
পরের তিন বলে আরও তিন ছক্কা হাঁকান রাব্বী। শেষ বলে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু সেই বলে ১ রানের বেশি নিতে পারেননি রাব্বী। এতে ৩ রানে হেরে যায় দোলেশ্বর।
১২ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয়ের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় রাব্বীকে। এছাড়া মার্শাল আইয়ুব ২২ ও ফজলে মাহমুদ ২১ রান করেন। প্রাইম ব্যাংকের হয়ে মুস্তাফিজুর রহমান ৩টি ও শরিফুল ইসলাম ২টি উইকেট শিকার করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনের ৫৫, এনামুল হক বিজয়ের ২৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে প্রাইম ব্যাংক।