
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন সাকিব আল হাসান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ব্যাট থেকে যেন ফর্মেই ফিরতে পারছেন না।
ফর্মে ফিরতে সব ধরণের চেষ্টা করে যাচ্ছেন তিনি। কিন্তু তাতেও ফল পাচ্ছেন না সাকিব। আজ ষষ্ঠ রাউন্ডের ম্যাচে লেজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।
চলতি আসরে এ নিয়ে দ্বিতীয়বারের মত শূন্য রানে সাঝঘরে ফিরেছেন সাকিব। সাকিবের মতই বাকি ব্যাটসম্যানরা হতাশ করে মাঠ ছেড়েছে। দলীয় ২০ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোহামেডানের সংগ্রহ ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯ রান।