
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। লঙ্কানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ভারত। আগামী ১৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই সিরিজ।
সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। একই সময়ে ইংল্যান্ডে থাকবে ভারতের আরেক দল। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে খেলবে ভারত।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে এবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই দলের নেতৃত্বে আছেন শিখর ধাওয়ান ও সহ-অধিনায়ক হিসেবে আছেন ভুবেনেশ্বর কুমার।
এছাড়াও দুর্দান্ত পারফরম্যান্সের কারণে স্কোয়াডে আছেন দেবদূত পাডিক্কাল, ঋতুরাজ গায়কোয়াড়, পৃথ্বী শ, রাহুল চাহার, ইশান কিশানরা। প্রথমবারের মত ভারতীয় দলে জায়গা পেয়েছেন চেতন সাকারিয়া।
শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় স্কোয়াড- শিখর ধাওয়ান (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), পৃথ্বী শ, দেবদূত পাডিক্কাল, ঋতুরাজ গায়কোয়াড়, নিতিশ রানা, ইশান কিশান (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুনাল পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী, দীপক চাহার, নবদ্বীপ সাইনি ও চেতন সাকারিয়া।