
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাইভোল্টেজ এই ম্যাচে এক বিতর্কিত কাণ্ড করে বসলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আবাহনী।
দলীয় ২৫ রান সংগ্রহ করতে গিয়ে ৩ উইকেট হারিয়ে বসে আবাহনী। এদিকে নিজের প্রথম ওভারে বল করতে এসেই এক কাণ্ড করে বসেন সাকিব। শেষ বলে মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিব।
কিন্তু আম্পায়ার সাকিবের সেই আবেদনে সাড়া দেননি। এতেই মেজাজ হারান সাকিব। লাথি মেরে স্টাম্প ভেঙে দেন তিনি। এরপর আম্পায়ারের দিকে রাগত স্বরে তাকিয়ে কিছু বলতে থাকেন। অনেকটা সময় এমন আচরণ করেন তিনি।