
আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সফরের জন্য এরই মধ্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
তবে বাংলাদেশ সফরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ৩টি কঠিন শর্ত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও এই শর্তগুলো নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। বোর্ড সভা শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
অস্ট্রেলিয়ার প্রথম শর্ত হল- অজি খেলোয়াড়দের বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়াই বাংলাদেশ প্রবেশ করতে দিতে হবে। বিমানবন্দর থেকে সরাসরি তারা টিম হোটেলে যেতে চায়। ইমিগ্রেশন প্রক্রিয়া ভিন্ন পন্থায় সম্পন্ন করতে চায় তারা।
তাদের দ্বিতীয় শর্ত হল- অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য পুরো হোটেল বুকিং করতে হবে। বাইরের কোনো অতিথি সেই হোটেলে অবস্থান করতে পারবে না। কেবল জৈব সুরক্ষা বলয়ের সংশ্লিষ্টরাই হোটেলে অবস্থান করতে পারবেন।
অস্ট্রেলিয়ার তৃতীয় শর্তটি- পুরো সিরিজ এক ভেন্যুতে শেষ করতে হবে। বিসিবি দুইটি ভেন্যুতে সিরিজ আয়োজনের কথা ভেবেছিল। তবে অস্ট্রেলিয়া এক ভেন্যুতেই পাঁচটি টি-টোয়েন্টি খেলতে চায়।