
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ আবাহনীর বিপক্ষে ম্যাচে বিতর্কিত কাণ্ড করে বসেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে লাথি মেরে স্টাম্প ভাঙেন তিনি।
এরপর আবাহনীর ইনিংসের ৫.৫ ওভারের সময় বৃষ্টির কারণে আম্পায়ার ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে সাকিব আম্পায়ারের দিকে তেড়ে যান এবং স্টাম্প তুলে মাটিতে আছড়ে ফেলেন। আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বিবাদে জড়ান সাকিব।
এমন আচরণের জন্য সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কাজী ইনাম আহমেদ।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান বলেন, শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হয় না। বিষয়টি ভালোভাবে তদন্ত করে সাকিব আল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।