
ইউরো চ্যাম্পিয়নশিপের শুরুটা জয় দিয়েই শুরু করল ইতালি। শুক্রবার দিবাগত রাতে তুরস্কের মুখোমুখি হয় ইতালি। উদ্বোধনী ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে তারা।
এ নিয়ে ইউরোতে টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকল ইতালি। ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ইতালি। যার ফলে প্রথমার্ধে গোলশূন্য থাকে দুই দল।
দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে তুরস্ক। ম্যাচের ৪৬ মিনিটে তুরস্কের মেরিহ দেমিরাল আত্মঘাতী গোল করে বসেন। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইতালির কিরো ইমমোবিল। ৭৯ মিনিটে লরেঞ্জো ইনসিগনির গোলে ব্যবধান ৩-০ হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি।
আগামী ১৬ জুন ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইতালি। অন্যদিকে তুরস্ক লড়বে ওয়েলসের বিপক্ষে।