
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আবাহনীর বিপক্ষে অ-খেলোয়াড়সুলভ আচরণ করেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচশেষে অবশ্য এমন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন সাকিব।
তবে সাকিব কাণ্ড উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে দুইবার স্টাম্প ভাঙেন সাকিব। এরপর আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও ঝামেলায় জড়ান তিনি।
সাকিবের এমন কাণ্ড নিয়ে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো লিখেছে, ডিপিএলে মেজাজ হারান সাকিব আল হাসান, এক ম্যাচে দুইবার স্টাম্প ভাঙেন তিনি।
ভারতের আনন্দবাজার শিরোনাম করেছে, ফের বিতর্কে শাকিব, লাথি মেরে ভাঙলেন স্টাম্প, বিপক্ষ প্রশিক্ষকের সঙ্গে ঝামেলায় জড়ালেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম সাকিবের একটি ভিডিও আপলোড করে তাতে লিখেছে, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মেজাজ হারিয়ে দুইবার স্টাম্পের ওপর ক্ষোভ ঝাড়েন সাকিব।
ভারতের আরেক গণমাধ্যম এনডিটিভি লিখেছে, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের ওপর দুইবার খেপলেন সাকিব আল হাসান।