
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসম্মতি জানিয়ে অ-খেলোয়াড়সুলভ আচরণ করেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।
আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে দুইবার স্টাম্প ভেঙ্গে বিতর্কে জড়ান সাকিব। যদিও ম্যাচ শেষে এমন আচরণের জন্য ক্ষমা চান তিনি। তবে এবার বড় শাস্তি পেয়েছেন সাকিব।
ডিপিএলে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। একই সঙ্গে তাকে গুণতে হবে ৫ লাখ টাকা জরিমানা। ম্যাচের দুই আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোরশেদুল আলমের রিপোর্টের ভিত্তিতে সাকিবকে এই শাস্তি দেওয়া হয়েছে।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী এনাম আহমেদ আজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাকিব তার শাস্তি মেনে নিয়েছেন।