
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর বিপক্ষে ম্যাচে অশোভন আচরণ করে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সাকিবের শাস্তি কমাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর চিঠি দিয়েছে মোহামেডান।
রোববার (১৩ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
তিনি বলেন, সাকিবের শাস্তি মওকুফ করতে আমরা সিসিডিএম বরাবর আবেদন করেছি। তারা যেন সাকিবের শাস্তি মওকুফ করে এজন্য তাদের কাছে অনুরোধ করেছি।
বিসিবি সভাপতি ও সিসিডিএম চেয়ারম্যান বরাবর পাঠানো ওই চিঠিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোহামেডান ও সাকিব আল হাসান দুঃখপ্রকাশ করেছে মোহামেডান এবং সাকিবের সাকিবের শাস্তি কমানোর জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে দুইবার স্টাম্প ভাঙেন সাকিব। এরপর আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বিবাদে জড়ান তিনি।