By | Jun 13, 2021

আগামী ১৫ জুন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশনে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৩ টায় চিলির মুখোমুখি হবে ১৪বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

এই ম্যাচে নামার আগেই আর্জেন্টিনার একাদশ ফাঁস হয়ে গেছে। নিজেদের সর্বশেষ ম্যাচের একাদশই নামাবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে এমনই তথ্য দিয়েছে।

কোপা আমেরিকায় মাঠে নামার আগে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ম্যাচ দুটি ড্র করেছিল তারা। তবুও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন কোচ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, গনজালো মন্টিয়েল, মার্টিনেজ কোয়ারতা, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, লেয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস গনজালেজ।

Leave a Reply

Your email address will not be published.