
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছে কিউইরা। এই জয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের দেওয়া ৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয় সিরিজ নিশ্চিত হয়েছে তাদের। সেই সঙ্গে ভারতকে টপকে শীর্ষস্থান দখল করেছে তারা।
১২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। ১২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে এসেছে ভারত। ১০৮ রেটিং নিয়ে তিনে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছে ইংল্যান্ড।
৯৪ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাকিস্তান। ৪৬ পয়েন্ট নিয়ে নয়েই আছে বাংলাদেশ। ছয়, সাত, আট নম্বরে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (৮৪), দক্ষিণ আফ্রিকা (৮০) ও শ্রীলঙ্কা (৭৮)। ৩৫ রেটিং পয়েন্ট নিয়ে দশে আছে জিম্বাবুয়ে।