
সোমবার ভোর রাতে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মাঠে নামে ব্রাজিল ও ভেনেজুয়েলা। নেইমারের জাদুকরী পারফরম্যান্সে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করেছে ব্রাজিল।
ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। আর অন্য দুইটি গোল করিয়েছেন তিনি। বাকি দুইটি গোল করেন মারকুইনহোস ও গ্যাব্রিয়েল বারবোসা।
ম্যাচের ২৩ মিনিটে নেইমারের কর্নার থেকে উড়িয়ে মারা বল বক্সের মধ্যে পেয়ে গোলটি করে মারকুইনহোস। বিরতির আগে দুটি সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে তা কাজে লাগাতে পারেনি তারা।
ম্যাচের ৬৪ মিনিটে ডি বক্সের মধ্যে দানিলোকে ফাউল করে বসেন ইয়োহান কুমানা। এর ফলে পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। পেনাল্টি থেকে বল জালে জড়ান নেইমার। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
এরপর ম্যাচের ৮৯ মিনিটে নেইমারের পাস থেকে ভেনেজুয়েলার জাল কাঁপান গ্যাব্রিয়েল। এরপর ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।