
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসের সেরা খেলোয়াড় হয়েছেন মুশফিকুর রহিম।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্মের জন্য মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। পাকিস্তানের পেসার হাসান আলি ও শ্রীলঙ্কান স্পিনার প্রবীণ জয়াবিক্রমাকে হারিয়ে মাসের সেরা খেলোয়াড় হয়েছেন মুশফিক।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭৯ গড়ে ২৩৭ রান করেছিলেন মুশফিক। প্রথম ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলার পর দ্বিতী ম্যাচে করেন ১২৫ রান। আর শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৮ রান।
শেষ ওয়ানডে বাংলাদেশ জিততে না পারলেও এমন পারফরম্যান্সের কারণে এবার আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিক।