
গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন আলোচিত ইসলামী বক্তা ত্ব-হা মোহাম্মদ আদনান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী বক্তব্য দিয়ে আলোচিত তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে তাদের ফোন সচল পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় তার সঙ্গে ছিল গাড়িচালক আমির উদ্দিন, সঙ্গী ফিরোজ ও আব্দুল মুহিত।
ছেলের সন্ধান চেয়ে গত ১০ জুন থানায় জিডি করেছেন তার মা আজেদা বেগম। কিন্তু এখনও সন্ধান মেলেনি তার। এদিকে স্থানীয় ও আদনানের মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন আদনান। রংপুরের ক্রিকেট অঙ্গনে বেশ জনপ্রিয়তা ছিল তার।
ত্ব-হা মোহাম্মদ আদনান লায়ন্স স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের পর কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। স্নাতকে পড়ার সময় থেকেই ধর্মের দিকে ঝুঁকে পড়েন তিনি।
সদা হাসোজ্জ্বল ও মিশুক আদনান প্রাতিষ্ঠানিকভাবে কোনো আরবি শিক্ষা প্রতিষ্ঠানে পড়েননি। তিনি প্রচুর ইসলামিক বই পড়তেন। এভাবেই তিনি হয়ে উঠেন ইসলামী বক্তা। ধর্মীয় উগ্রবাদকে কখনই সমর্থন করতেন না তিনি।