
আগামী ১৮ জুন সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। আর এই ফাইনালের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে ছিলেন না তিনি। তার পরিবর্তে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন টম লাথাম। এছাড়াও দলে ফিরেছেন বিজে ওয়াটলিং।
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৪ উইকেট শিকার করা এজাজ পাটেল জায়গা পেয়েছেন ফাইনালের দলে। এছাড়াও অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো ডেভন কনওয়েও জায়গা পেয়েছেন দলে।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, কলিন ডে গ্র্যান্ডহোম, রস টেলর, টম লাথাম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, এজাজ পাটেল, নেইল ওয়াগন্যার, বিজে ওয়াটলিং, টিম সাউদি ও উইল ইয়ং।