
চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ১৫টি ম্যাচ সরাসরি দেখা যাবে টিভিতে। গাজী টিভি ও টি-স্পোর্টসে ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।
শীর্ষ ছয় দল নিয়ে ডিপিএলের সুপার লিগ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৫ দিনে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এক বিবৃতিতে বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচগুলো টি-স্পোর্টস ও গাজী টিভিতে সম্প্রচার করবে।
তিনি আরও বলেন, জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অংশ গ্রহণে লিগে এখন পর্যন্ত বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখাগেছে। আমি নিশ্চিত দর্শকরা ঘরে বসে সুপার লিগের ম্যাচগুলো উপভোগ করতে পারবে।
পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল নিয়ে আগামী ১৯ জুন থেকে সুপার লিগ শুরু হবে। যা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। প্রতিদিন ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।